শ্রীপুরে ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ, কলেজছাত্রী লামিয়া নিখোঁজ
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোতের কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়।