২৬ সেপ্টেম্বর বড় পর্দায় ‘আবির গুলাল’
বাংলা চলচ্চিত্রের ভুবনে নতুন হাওয়া বইয়ে দিতে আসছে ‘আবির গুলাল’। নামের মতোই ব্যতিক্রমী এই সিনেমা শুধু গল্প নয়, এক ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দেবে বলেই আশা করছেন নির্মাতারা। একদিকে গ্রামীণ আবহ, অন্যদিকে আধুনিক দৃষ্টিভঙ্গি দুটোকে মিলিয়ে এই ছবির বুনন যেন উৎসবের মতো বর্ণিল।