ইউনুস বললেন-না হয় ২০২৫ শেষেই নির্বাচন!
দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস মন্তব্য করেছেন,“না হয় ২০২৫ সালের শেষেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ একে সমাধানের একটি রূপরেখা হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তিকর বলছেন।