নেপালে সহিংসতায় নিহত বেড়ে ৭২, স্বাভাবিক হতে শুরু করেছে কাঠমান্ডু
নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির মুখ্যসচিব একনারায়ণ আরিয়ালের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯১ জন। এ সহিংসতার পর পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি।