গ্রামের উঠোনে থেমে গেল পঙ্কজের সবচেয়ে প্রিয় ডাক
মাটির সেই উঠোন, খেজুর গাছের ছায়া, আর পুরোনো এক আঙিনা—সেখানেই থেমে গেল পঙ্কজ ত্রিপাঠীর জীবনের সবচেয়ে প্রিয় ডাক। শুক্রবার বিহারের গোপালগঞ্জে নিজের পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার মা হেমবন্তীদেবী। বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।