সোমবার, ১১ আগস্ট ২০২৫
| ২৬ শ্রাবণ ১৪৩২
খাগড়াছড়ির দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত খীসা) ও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় দুর্গম এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এককভাবে যাওয়া সম্ভব নয়, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় অভিযান চালানো হবে। স্থানীয়রা বলছেন, এলাকাটিতে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।