বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চালের আমদানি অব্যাহত, দুই সপ্তাহে এসেছে ২ হাজার ৪৮৫ টন
২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭১ ট্রাকে ২ হাজার ৪৮৫ টন ভারতীয় চাল আমদানি হয়েছে। তবে বাজারে দামের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় রফতানিকারকরা দাম বাড়িয়ে দেওয়ায় আমদানির সুফল কমে গেছে। তবু ভোক্তারা কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত কম দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন।