মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
| ২৯ পৌষ ১৪৩২
রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে শক্তিশালী করছে।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহারসহ বেশ কয়েকটি জেলা।
ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকশ কোটি ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের তিনজন সরকারি কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।