বরগুনার সমাজসেবা কার্যালয়ে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের মহোৎসব
বরগুনা জেলা সমাজসেবা অফিসের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরগুনা জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক (ডিডি) মো. শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. ইউসুফ আলীর বিরুদ্ধে তদন্ত দাবি করে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।