হামাস যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় আগ্রহী নয়: ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে চলমান আলোচনায় হামাস কোনো সমঝোতায় পৌঁছাতে চায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে আলোচনায় অংশ নেওয়া বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাসের সাড়া ইচ্ছার ঘাটতি প্রকাশ করে। এদিকে, হামাস জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় ফেরার কথা জানিয়েছে।