মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন ঘোষণা
মিয়ানমারের সামরিক শাসনাধীন সরকার দীর্ঘমেয়াদি জরুরি অবস্থা প্রত্যাহার করেছে এবং চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এ তথ্য জানিয়েছে।