নগদ লেনদেনের প্রতিবেদন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
নগদ লেনদেন রিপোর্ট (সিটিআর) দাখিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক (বিএফআইইউ) এ কে এম গোলাম মাহমুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন এ নির্দেশনা জারি করা হয়।