পাটগ্রাম উপজেলা প্রশাসনের কাজে স্থবিরতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য ও দায়িত্বহীন অবস্থায় থাকায় ভূমি প্রশাসনসহ সার্বিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো সাধারণ মানুষ।