উচ্চমূল্যের ব্রকলি চাষে ভাগ্যবদল হতদরিদ্র হাজেরা বেগমের
অভাব-অনটনের জীবন পেছনে ফেলে উচ্চমূল্যের ব্রকলি চাষ করে ভাগ্য বদলেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার হতদরিদ্র নারী হাজেরা বেগম (৪৫)। চার মেয়ে, এক ছেলে ও অসুস্থ দিনমজুর স্বামীকে নিয়ে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করা হাজেরা বেগম এখন স্বাবলম্বিতার পথে।