দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৪২০ কোটি টাকার এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এ ক্রয় সম্পন্ন হবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সোমবার (১৫ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ অনুসরণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ৯ থেকে ১০ জানুয়ারি সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক পোস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৪২০ কোটি ৯ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৯.৯৯ মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীত মৌসুমে বাড়তি চাহিদার মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ এলএনজি আমদানি সহায়ক হবে।