গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কঠোর অবস্থান, ইউরোপে নজিরবিহীন বার্তা
প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১:২২:২৭
ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সামরিক সরঞ্জাম আমদানি ও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র হিসেবে এটাই প্রথমবারের মতো এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো। যদিও স্লোভেনিয়ার সঙ্গে ইসরায়েলের অস্ত্র বাণিজ্যের অতীত কোনো ইতিহাস নেই, তথাপি গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার বিরুদ্ধে এক ধরনের কূটনৈতিক প্রতিবাদ হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (১ আগস্ট) মধ্য ইউরোপের এই ছোট দেশটি আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। দেশটির সরকারের ভাষ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে অবস্থান জানাতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েল বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম আমদানি করে। বিশেষ করে যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় বোমা ও ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্রের ক্ষেত্রে দেশটি পশ্চিমা মিত্রদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা প্রতি বছর গড়ে ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়ে থাকে তেলআবিবকে। এর পরপরই রয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রসমূহ।
এমন প্রেক্ষাপটে স্লোভেনিয়া শুধু নিজের দেশ থেকেই নয়, তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশ যেন ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে না পারে, সেই বিধিনিষেধও আরোপ করেছে। অস্ত্র বাণিজ্যের কোনও পূর্বপ্রথা না থাকলেও, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম দেশ হিসেবে এমন সাহসী ও সুস্পষ্ট অবস্থান নিয়েছে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোব জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানুষ প্রাণ হারাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু লোক মারা যাচ্ছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ মতানৈক্য ও সমন্বয়ের অভাবে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না।
তিনি বলেন, "আমরা এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও বার্তা দিতে চাই ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করার এখনই সময়।" এর আগে, যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম ইসরায়েলের সঙ্গে সীমিত পরিসরে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও, কোনো দেশই স্লোভেনিয়ার মতো পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেনি।