দীর্ঘ ৫ বছর পর পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানী নেইপিদোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মিন অং হ্লাইং বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’
মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা—উভয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।