গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই এবার ফিলিস্তিনের আরেকটি ভূখণ্ড দখলের জন্য নোটিশ জারি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক দখল করবে জায়োনবাদী দেশটি। বুধবার (৭ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার অধিকৃত পূর্ব জেরুজালেম নতুন বসতি স্থাপনের জন্য নোটিশ দিয়েছে।
‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার অন্তর্গত ওই প্রকল্প কার্যকর হলে ইসরায়েল অধিকৃত দুই ভূখণ্ড মাআলে আদুমিম ও পূর্ব জেরুজালেম ভৌগোলিকভাবে সংযুক্ত হবে। ফিলিস্তিনি বসতি ওয়েস্ট ব্যাংকের অধিকৃত অঞ্চল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যাবে। নোটিসেও সে কথা স্পষ্ট করেছে নেতানিয়াহু সরকার।
এতে বলা হয়েছে, ‘লাইফ ফ্যাব্রিক’ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এই পদক্ষেপের মাধ্যমে ওয়েস্ট ব্যাংকের অধিকৃত অঞ্চল ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হবে।
গত অক্টোবরে নেতানিয়াহুর উপস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ হয়েছিল। তাতে অধিকৃত ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। ওই প্রস্তাবে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি।
এর ফলে আগামী দিনে গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কেও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফিলিস্তিনিদের বৃহত্তম আবাসভূমি ওয়েস্ট ব্যাংকের পূর্বাংশে ১০ হাজার বর্গকিলোমিটারের জর্ডন উপত্যকা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ‘ফাতা’র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে’র (পিএলও) নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডের বাকি অংশ। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন।
আদর্শগতভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। এক সময় গাজার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজার দখল নিয়েছিল হামাস। পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি স্থাপনের উদ্যোগের বিরোধিতায় সরব হয়েছে ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিন সরকার।