ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগস্থল ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের পাঁচটি বিমানঘাঁটি আবারও সক্রিয় করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনীতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোর অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সক্রিয় হতে যাওয়া বিমানঘাঁটিগুলো ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি কৌশলগত স্থানে অবস্থিত। এগুলো হলো, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝাল/ঝালিয়া ও আসামের ধুবরি জেলা।
ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু পথটিই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই করিডোরটি কোনো কারণে বিচ্ছিন্ন হলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে।
কূটনীতিক টানাপোড়েনের জেরে কয়েক মাস ধরেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম বৃদ্ধি করছে নয়াদিল্লি। এবার পরিত্যক্ত বিমানঘাঁটিগুলো চালুর উদ্যোগ সেই সামরিক প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।