সিরিয়ার একটি খামার থেকে ২৫০টি ছাগল চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ ও টাইমস অব ইসরায়েলের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গোলান হাইটসে টহলরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একদল সেনা অভিযান চালানোর সময় প্রায় ২৫০টি ছাগল চুরি করে সেগুলো দখলকৃত পশ্চিম তীরের খামারগুলোতে পাচার করে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, চুরির ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। কারণ ছাগলগুলো সীমান্ত পার করার পর স্থানান্তরের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা ট্রাকে তুলে দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর কয়েকটি খামারে নিয়ে যাওয়া হয়।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত, কোম্পানি কমান্ডারকে তিরস্কার ও পুরো টহল দলকে উল্লেখযোগ্য সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ছাগল চুরির একদিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। গোলান হাইটসের কিছু কৃষক সড়কের পাশে ঘোরাফেরা করা বেশ কয়েকটি ছাগল দেখতে পেয়ে সেনাবাহিনীকে জানালে তদন্ত শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়, এখনো ছাগলগুলোর খোঁজে তল্লাশি চলছে। প্রায় ২০০টি ছাগল ইসরায়েলের ভেতরে পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু ছাগল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।
২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ার ভেতরে নয়টি পয়েন্টে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে। এসব অবস্থানের অধিকাংশই দুই দেশের সীমান্তে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বাফার জোনের মধ্যে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনারা সিরিয়ার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে গিয়েও নিয়মিত অভিযান চালাচ্ছে।