প্রকাশিত :
২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬:২৬
রাজধানীর গ্যালারি চিত্রকে চলছে ‘একাকিত্বের দীপ্ত ছায়া’ শিরোনামের একক চিত্র প্রদর্শনী। শিল্পী আজওয়াদ আহমেদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৮ ডিসেম্বর, যা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।
শিল্পসমালোচক ও কিউরেটর নিসার হোসেনের তত্ত্বাবধানে সাজানো প্রদর্শনীতে আজওয়াদ আহমেদের নির্বাচিত চিত্রকর্মের একটি ভাবনাময় ও নান্দনিক সমাহার উপস্থাপন করা হয়েছে। প্রদর্শিত চিত্রগুলোতে নীরবতা, একাকিত্ব ও আত্মমগ্নতার অনুভূতি সমকালীন চিত্রভাষায় ফুটে উঠেছে।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাভেদ জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসমালোচক অধ্যাপক মঈনউদ্দিন খালেদ। এ সময় দেশের প্রথিতযশা শিল্পী, শিল্পসমালোচক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক মঈনউদ্দিন খালেদ প্রদর্শনীর মননশীল দৃষ্টিভঙ্গি এবং সমকালীন চিত্রকলায় এর তাৎপর্য তুলে ধরেন।
প্রদর্শনী সম্পর্কে অধ্যাপক রফিকুন নবী বলেন, “আমি যতদূর জেনেছি, শিল্পী আজওয়াদ স্বভাবতই নীরব ও নিভৃতচারী। তিনি নিজের শিল্পকর্ম খুব কম মানুষের সামনে উপস্থাপন করেন। শিল্পকর্ম সবার জন্য, তাই তা মানুষের সামনে আসা প্রয়োজন।”
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।