রাজধানীর খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়া এলাকার একটি বাসায় মো. পারভেজ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত ওই যুবক টিস্যু কোম্পানির কর্মচারী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বাবা মো. খাইরুদ্দিন জানান, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমের কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় আমরা দেখতে পাই। পরে অচেতন অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
তিনি আরও জানান, খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া আব্বাস আলী রোডের ৪ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার এই ছেলে একটি টিস্যু কোম্পানিতে চাকরি করতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।