রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেল জানিয়েছে, কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে মাইক্রোবাসের চালক রাজু ইসলাম বলেন, ‘কাকরাইল মোড় পার হওয়ার পর গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে।’
মাইক্রোবাসটির বয়স এক বছরও হয়নি বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে। মালিককে জানিয়েছি, তিনি ঘটনাস্থলে আসছেন। মালিকের চার বোনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলাম।’