প্রকাশিত :
২৬ জুলাই ২০২৫, ৬:০৭:৩১
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের পর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অস্ত্রোপচারকারী চিকিৎসক, নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহত শিশুর পরিবার।
নিহত শিশুর নাম তাসরিফা আক্তার (৯)। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।
শিশুটির বাবা পারভেজ মিয়া জানান, তিনি ঢাকার একটি পোশাক কারখানায় মেকানিক পদে চাকরি করেন। শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়ে তাসরিফার টনসিল অপারেশনের জন্য মির্জাপুর মডার্ন হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন এবং মেয়েটিকে ভর্তি করা হয়। তিনি বলেন, বিকেলে মেয়েকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ অপারেশন করেন। অপারেশন শেষে মেয়েকে অচেতন অবস্থায় শয্যায় এনে রাখা হয়। কিছুক্ষণ পর চিকিৎসক জানান, অপারেশন সফল হয়েছে।
তবে এরপরই ঘটে বিপত্তি।
তাসরিফা ছটফট করতে শুরু করলে নার্সদের ডাকেন পারভেজ। একজন নার্স এসে আশ্বস্ত করে বলেন, টনসিল অপারেশনের পর এমনটা হয়। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। মেয়েটি নিথর হয়ে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাসরিফাকে মৃত ঘোষণা করেন। পারভেজ মিয়া ও তার স্ত্রী পলি বেগম অভিযোগ করেন, তারা যখন মৃত শিশুকে নিয়ে ক্লিনিকে ফিরে আসেন এবং ভুল চিকিৎসার কথা বলার চেষ্টা করেন, তখন অস্ত্রোপচারকারী চিকিৎসক মাসুম বিল্লাহ, নার্স এবং ক্লিনিক মালিকপক্ষ সবাই পালিয়ে যান।
এ বিষয়ে চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ বলেন, “অপারেশন সফল হয়েছে। সম্ভবত অ্যানেস্থেশিয়ার কারণে এমনটা হতে পারে।” তবে অ্যানেস্থেশিস্ট ডা. সাইফ আব্দুল্লাহ দাবি করেন, “অ্যানেস্থেশিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফিরতো না। অথচ অপারেশনের পর রোগী কথা বলেছিল।”
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, “শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ক্লিনিকে পুলিশ পাঠাই। তবে সেখানে ভিকটিমের পরিবার বা মরদেহ পাওয়া যায়নি। তারা দেলদুয়ারে নিজ বাড়িতে চলে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অবহেলাজনিত চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।