বেতন বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশসহ একাধিক দাবি, টানা অবরোধে স্থবির যোগাযোগ ব্যবস্থা
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ৬:২৩:৪২
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে শনিবার (২৬ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁদানে গ্যাস ছোড়ার পর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল লতিফ জানান, “টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা রাজি না হওয়ায় বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।” এদিকে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের দাবিসমূহের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে তারা কর্তৃপক্ষকে সময় না দিয়ে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকের উসকানিতে মহাসড়কে অবস্থান নেয়।”
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক হলেও অনেকগুলো দাবি অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত। বিষয়গুলো যাচাই-বাছাই করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।” প্রসঙ্গত, শ্রমিকদের দাবির মধ্যে ছিল মজুরি বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো ও প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কিছু নীতিমালা সংস্কার। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।