গাজীপুর উত্তাল! ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধে শ্রমিকদের স্রোত
গাজীপুরে হাজারো শ্রমিক রাস্তায় নেমেছেন ১০ দফা দাবিতে, যার মধ্যে রয়েছে ন্যায্য মজুরি, নিয়োগপত্র, ও নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা। টঙ্গী থেকে চন্দ্রা মহাসড়ক পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।