প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২১:২৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা–রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টায় বগুড়া শহরের বনানী গোলচত্বরে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের ফলে ঢাকা–রংপুর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত প্রায় ২টার পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত নেতাকর্মীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এবং দেশে পুনরায় ভীতি ও দমন–পীড়নের রাজনীতি ফিরে আসছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক শাহারীয়ার জুইন। তিনি বলেন, ‘ওসমান হাদি কোনো একক ব্যক্তির নাম নয়, তিনি প্রতিবাদের প্রতীক। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে অথচ এখনো বিচার দৃশ্যমান নয়। এই হত্যার বিচার নিশ্চিত না হলে রাজপথ আরও উত্তাল হবে।’
জাতীয় যুবশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. মহিদুল নবী মিসু বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এটি ন্যায়ের পক্ষে। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে দেশের তরুণ সমাজ চুপ করে থাকবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
এ সময় বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।