সুবিপ্রবি শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ; শ্রমিকদের তিন দফা দাবি, বন্ধ থাকবে সিএনজিও
সুনামগঞ্জে বাসের হেলপারকে মারধরের অভিযোগে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিগঞ্জে নামার সময় ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তর্কে জড়ান এবং পরে হেলপার মারধরের শিকার হন।
এ ঘটনায় বিকাল ৪টায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। কয়েক ঘণ্টার অবরোধে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হলেও ধর্মঘটের সিদ্ধান্ত বহাল থাকে।

শ্রমিকদের তিন দফা দাবি:
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানান, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে এবং সোমবার থেকে সিএনজিচালিত অটোরিকশাও বন্ধ রাখা হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দাবি করেন, “অর্ধেক ভাড়া নিয়ে বাকবিতণ্ডার সময় হেলপার একজনকে ধাক্কা দেন। বিষয়টি উল্টো প্রচার করে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।”
সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, “শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার সকাল ১১টায় আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”