সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের  ধর্মঘট, অচল রুটগুলোতে চরম ভোগান্তি
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, অচল রুটগুলোতে চরম ভোগান্তি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে বাসের এক হেলপারকে মারধরের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। রবিবার সকালে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হেলপারের বাকবিতণ্ডা থেকে উত্তেজনা ছড়ায়। বিকেলে শ্রমিকরা শহরে সড়ক অবরোধ করেন, পরে প্রশাসনের অনুরোধে তা প্রত্যাহার করা হলেও বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, হামলার বিচার ও কারাবন্দি শ্রমিকের মুক্তির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রশাসনের সঙ্গে আজ সোমবার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয়রা।