রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাসটি, ঘটনাস্থলেই প্রাণ হারান শিশুসহ ৭ জন
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১০:৫৩:২১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার বাসিন্দা এবং পারিবারিকভাবে ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন।
দুর্ঘটনার বিষয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। স্থানীয়রা অনেককে জীবিত ভেবে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলে সাতজন মারা যান।”
পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় এলাকাজুড়ে চলছে শোকের ছায়া।