জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আচমকা সফর নেতৃত্বের অনুমতি না নেওয়ায় চটেছে রাজনৈতিক পর্ষদ
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ৪:০২:০০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিন ৫ আগস্ট যে দিনটি “জুলাই অভ্যুত্থানের” বার্ষিকী হিসেবে উদযাপন করে দলটি। এই দিনে দলের পাঁচ কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান, যা দলের রাজনৈতিক পর্ষদের কাছে আগে জানানো হয়নি। এ ঘটনায় আজ বুধবার তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন
নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব)
সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক)
হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক)
খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক ও তাসনিম জারার স্বামী)
নোটিশে বলা হয়,
এই সফর রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিনে হয়েছে এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত গণমাধ্যমকে জানান, ‘পাঁচ নেতা সফরের আগে অনুমতি নেননি, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।’
গতকাল সকাল ১১:৩০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই পাঁচ নেতা কক্সবাজার পৌঁছান এবং ইনানীর সি পার্ল বিচ রিসোর্টে ওঠেন। তাদের আকস্মিক উপস্থিতি রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ সফর ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে, তাঁরা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এই দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। পিটার হাস বর্তমানে বাংলাদেশে নেই, তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।
দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নেতাদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
জুলাই অভ্যুত্থান এনসিপির রাজনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এ দিবসে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি প্রত্যাশিত থাকলেও তাঁদের অপ্রকাশিত সফর ও বিতর্কিত গুঞ্জন নেতাদের প্রতি প্রশ্ন তুলেছে।