সেনবাগের সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
রাত সাড়ে ১২টায় প্লাইউড কারখানা থেকে ছড়িয়ে পড়ে আগুন, তিন ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
আপডেট :
১০ আগস্ট ২০২৫, ৪:১১:৫৩
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টির বেশি দোকান ও কয়েকটি উৎপাদনমুখী কারখানা পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মহিব উল্লাহর প্লাইউডের কারখানায় আগুন লাগার সূত্রে মুহূর্তেই আশপাশের দোকান ও আর্থিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে আগুন।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট যোগ দেয়। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের বহু প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হবে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও সঠিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।