শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ, তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় কমিটি
আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এনসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়-নিজাম উদ্দিনের একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। তাই কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন থামাতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অভিযোগ, ৫ লাখ টাকা নেওয়ার পর আরও ৫ লাখ চাওয়ার বিষয়ও ওই রেকর্ডিংয়ে উঠে আসে।
তবে নিজামের দাবি, ঘটনাটি মে মাসের। রিফাত নামে এক ব্যক্তিকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা জোরপূর্বক রেকর্ডিংটি করেন। এর আগেও তার বিরুদ্ধে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পুলিশে দেওয়ার অভিযোগ রয়েছে।a