এনসিপি নেতা নিজাম উদ্দিন সাময়িক বহিষ্কার, দলে চাঞ্চল্য
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলীয় হাইকমান্ড। বিষয়টি নিয়ে দলীয় অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, তদন্ত শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এই পদক্ষেপকে কেন্দ্র করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে নতুন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।