অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এখন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন, স্ত্রী তিশা জানালেন তিনি আশঙ্কামুক্ত
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশ নেওয়ার সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, ফারুকী শুক্রবার পাঁচ দিনের সফরে কক্সবাজারে পৌঁছান। সংস্কৃতি হাব-বিষয়ক কর্মশালা ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। তবে শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার সব কর্মসূচি বাতিল করা হয়।
প্রথমে স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার রাতে ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ঢাকায় এনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত। তিশা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।