জাতীয় পার্টির অতীত ইতিহাস তুলে ধরে নিষিদ্ধের দাবি খতিয়ে দেখার ইঙ্গিত
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, ৮:৫১:৫৩
ভিপি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরনো ইতিহাস আবারও সামনে এসেছে। তাই নিষিদ্ধের দাবিটি আইনগতভাবে যাচাই-বাছাই করে দেখা হবে।”
এর আগে সকাল ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে বিটিভি সেন্টার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন তিনি। পরে শহরের সরকারি কেসি কলেজে আয়োজিত আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম অমানুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। ভিডিওচিত্রে দেখা গেছে, হামলায় নুর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন, তবে তার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।