ভাঙ্গায় স্থানীয়দের আন্দোলনে বন্ধ হয়ে পড়েছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ শুরু করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার প্রবেশপথে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশের নগরকান্দার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়েছে। আসন পুনর্বিন্যাস বাতিল এবং পুরোনো সীমানা পুনর্বহালের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
এর আগে গত শুক্রবার ও মঙ্গলবারও ভাঙ্গা গোলচত্বরসহ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধরা টায়ারে আগুন জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তীব্র জনভোগান্তি সৃষ্টি হয়েছিল।
প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সম্প্রতি ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে। এর মধ্যেই ফরিদপুরের দুটি আসনের সীমানা পরিবর্তন করা হয়, যা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।