আপডেট :
০৫ নভেম্বর ২০২৫, ১:০৩:২৭
কক্সবাজারের টেকনাফে বিএনপির এক স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মরদেহটি দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে। ইউনুছের পরনে পেন্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি-না সেটিও দেখা যাচ্ছে না।
পরিবারের লোকজন জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।