নওগাঁয় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতোমধ্যেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলের ফেসবুক আইডি থেকে ৫২ সেকেন্ডের একটি মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। মিছিলের ব্যানারে লেখা—নওগাঁ জেলা ছাত্রলীগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কোনো এক জায়গা থেকে মিছিলটি বের করা হয়।
ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ থেকে ৭ জন নেতাকর্মীর হাতে একটি ব্যানার। এ সময় কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরা ছিল। এছাড়াও হাতে মশাল নিয়ে তারা ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না’, ‘প্রহসনের বিচার মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে ৪ থেকে ৫ দিন আগে একটা ভিডিও নজরে এসেছিল, সেটা কিনা যাচাই করে দেখতে হবে। তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’