জুলাই সনদ বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে লাঠি মিছিল করেছে ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দুই নম্বর গেইটে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন জুলাই আহত যোদ্ধা, পুনাব চট্টগ্রাম জোন, আপ বাংলাদেশ, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, অ্যান্টি-রেইপসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্য চট্টগ্রামের অন্যতম সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, ‘আমরা দেখেছি পতিত স্বৈরাচারের খুনিদের অনুসারীরা ভারতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নীল নকশা করছে। যদি কেউ আবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তাহলে জুলাই ঐক্য ও সাধারণ ছাত্রজনতা তা প্রতিহত করবে।’
তিনি আরও বলেন, ‘মুরাদপুর ও দুই নম্বর গেইটে আমরা লাঠি হাতে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করেছি। ইন্টেরিম সরকার জুলাই সনদের বাস্তবায়নে টালবাহানা করছে, আমরা তা কোনোভাবেই মেনে নেব না।’
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘দুর্নীতির বিচার চাই’, ‘দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’—এমন নানা স্লোগান দেন। মিছিল শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।