চট্টগ্রাম মহানগরীতে মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায় করতে দিয়ে আকাশ দাশ (২৬) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে এনায়েত বাজারের কসাই পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আকাশ নগরের এনায়েত বাজার জুবিলি রোড এলাকার বাসিন্দা। রেয়াজুদ্দিন বাজারে তাদের পারিবারিকভাবে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
নিহতের বন্ধু ইমন জানান, রাত একটার দিকে আকাশ তাকে ফোন করে এনায়েত বাজারে যেতে বলেন। পরে দু’জনে কসাই পাড়ার একটি গলিতে প্রবেশ করলে গলির মুখে ইমনকে দাঁড় করিয়ে রেখে আকাশ ভেতরে টাকা আনতে যান। অনেকক্ষণ হলেও আকাশ না ফেরায় তিনি ভেতরে গিয়ে দেখেন, কয়েকজন যুবক আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে।
এ সময় হামলাকারীদের একজন ইমনকেও ছুরিকাঘাত করেন। তাদের মধ্যে একজনের নাম জনি বলে জানিয়েছেন ইমন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে আকাশকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আটক ও তদন্তের অগ্রগতি বিষয়ে পুলিশ শিগগিরই বিস্তারিত জানাবে।