বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, আমরা কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করিনি। জামায়াতের নামে ভিত্তিহীন অপবাদ ও সাইবার বুলিং করা হচ্ছে। বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার (১৪ নভেম্বর) বগুড়ার শাজাহানপুরে উপজেলা জামায়াতের ওলামা বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন গোলাম রব্বানী।
জামায়াত মনোনীত এই এমপি প্রার্থী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দেশের ধর্মীয় পরিবেশ চরমভাবে লাঞ্ছিত ছিল। তাফসির মাহফিলে উঠে আলোচকের হাতে থাকা মাইক কেড়ে নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া অপতৎপরতা বিভিন্নভাবে অব্যাহত আছে। আলেম সমাজকে সতর্ক হতে হবে। সাধারণ মানুষকে সতর্ক করার দায়িত্বও তাদের।
সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন।
উপস্থিত ছিলেন মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ বাবু, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খান, নায়েবে মুহতামিম মাওলানা আব্দুস সালাম, মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক শাহিদুল ইসলাম, গোহাইল ইউনিয়নের নায়েবে আমীর অধ্যাপক ইব্রাহিম হোসেন ফারুকী।