কৃষককে কুপিয়ে জখম
প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪০:৩৯
পটুয়াখালীর বাউফলে স্থানীয় এক কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করার জন্য হাসপাতালে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী নিজাম মোল্লা (৩৫) আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, এর আগে সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর আলগী গ্রামের মিন্টু, মানিক, মাইনুল গংয়ের সঙ্গে রফিজ দর্জির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় স্থানীয় কৃষক নিজাম মোল্লা মারামারি থামাতে এগিয়ে গেলে মিন্টু, মানিক, মাইনুল গং তাকে কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও কানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে গিয়ে মামলা না করার জন্য চাপ প্রয়োগ ও হুমকি দেন যুবদল নেতা নুর ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে নুর ইসলাম বলেন, ‘আমি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি। মারামারিতে জড়িত দুই পক্ষই বিএনপির রাজনীতি করে। তাই মামলায় না গিয়ে বিষয়টি মিউচুয়াল করার পরামর্শ দিয়েছি।’
তিনি আরও দাবি করেন, এ সময় তার সঙ্গে একজন এসআইও উপস্থিত ছিলেন।
বিষয়টি জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, মারামারির ঘটনা সম্পর্কে জেনেছি। তদন্ত চলছে। হুমকির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।