নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ২টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ বলেন, স্থানীয়দের ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এর মধ্যে এক শিশুকে ভেসে থাকতে দেখা যায়, আরেকজন পানির নিচে ডুবে ছিল। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু হলো—কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু পুকুরের পাশে খেলছিল। কিছুক্ষণ পর তারা গোসল করতে নামলে দুর্ঘটনা ঘটে। পুকুরের পাশেই থাকা এক ব্যক্তি প্রথমে দেখতে পান, একটি শিশু পানিতে ভাসছে এবং আরেকটি নিখোঁজ। পরে ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু দুজনকে মৃত অবস্থাতেই সেখানে আনা হয়।