চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, ওই যুবককে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন—প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।
র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আজ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, ‘হত্যাকাণ্ডের পর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। পরে রেয়াজউদ্দিন বাজারের উকিল বাড়ি জামে মসজিদসংলগ্ন একটি নালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।’ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ১৩ নভেম্বর রাতে নগরীর এনায়েত বাজারের কসাই পাড়ায় মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায় করতে দিয়ে ছুরিকাঘাতে খুন হন আকাশ দাশ (২৬)। তিনি এনায়েত বাজার জুবিলি রোড এলাকার বাসিন্দা। রেয়াজুদ্দিন বাজারে তাদের পারিবারিকভাবে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে বলে জানা গেছে।