নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া রোডে একটি ফুয়েল পাম্পের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে মুন্সি ফুয়েল পাম্পের কর্মীরা কাজে এসে রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। নিহতের পরিচয় পেতে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০–৫৫ বছর। তার পরনে ছিল লাল শার্ট ও কালো প্যান্ট। কাউকে চেনা যাচ্ছে কি না—এ ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ভোরে পথ দিয়ে যাওয়ার সময় তারা লোকটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কাপড়চোপড় ধুলায় ভরা। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ফিলিং পাম্পের এক কর্মী বলেন, ‘সকালে এসে দেখি লোকটা পড়ে আছে। মনে হয় গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।’
খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তারা আশপাশ ঘুরে দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করেন।
ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। স্থানীয় থানা ও আশপাশের এলাকায় তথ্য পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, গভীর রাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বেশি থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। কীভাবে ঘটেছে তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরিচয় না পাওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।