বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানীসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষের পর আজ রোববার সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
টার্মিনাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শনিবার সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কয়েকটি বাসে ভাঙচুর হয়। একই সময়ে টার্মিনালের বাস কাউন্টারও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়, তবে বাস টার্মিনাল থেকে বাস ছাড়েনি।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাফ ভাড়া চাইলে বাসের সুপারভাইজারদের একজন অশালীন আচরণ করেন। এর পর তর্কাতর্কির একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয়।
অন্যদিকে বাসমালিকরা দাবি করেছেন, সংঘর্ষের ঘটনায় প্রায় ২০০ বাস ভাঙচুর হয়েছে এবং তিন কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলেন, ‘ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাস চলাচল শুরু করা হবে না।’
এদিকে ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।