ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে চলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। এরই অংশ হিসেবে বরগুনার বামনা সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঐ সকল প্রতিষ্ঠানের প্রধান ফটকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনে তালা ঝুলিয়ে দেয় বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তালা ঝুলিয়ে দেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
রাতের আঁধারে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।
তারা পৃথক ফেসবুক পোস্টে লিখেছেন- আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি সফল করার কার্যক্রমের অংশ হিসেবে চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছি।
এ বিষয়ে বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে এসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ের গেটে শিকল দেওয়া তালা মারা দেখতে পায়। এসময় তারা কাগজে লেখা সর্বাত্মক শার্টডাউন লেখাটিও দেখতে পায়। পরে পুলিশকে খবর দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে। তারপর নিয়মিত ক্লাস চলছে।
বামনা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনাটির খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।