রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
| ২ অগ্রহায়ণ ১৪৩২
জামালপুর সংবাদদাতা
জামালপুরে পায়ে ব্যান্ডেজ বেঁধে তাতে ৩৪০০ পিস ইয়াবা নিচ্ছিলেন এক নারী। পরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মোছা. সালেহা বেগম (৫৫) জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত আব্দুস সামাদের মেয়ে।
এর আগে, বেলা ১১টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা মহনা এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সালেহাকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি নিজেই ডান পায়ের ব্যান্ডেজ খুলে দুটি প্যাকেট বের করেন। প্যাকেট দুটিতে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটক সালেহাকে মাদক মামলায় জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।