মাগুরা-২ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী। তবে এই মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সেইসঙ্গে এ আসন থেকে সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মাগুরা-মহম্মদপুর সড়কের মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে এ কর্মসূচিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, নিতাই রায় চৌধুরী একজন ‘অজনপ্রিয়’ ব্যক্তি। এ আসন থেকে বিগত সময় একাধিকবার নির্বাচনে প্রার্থী হয়ে ফেল করেন তিনি। যে কারণে তার পক্ষে বিএনপির কোনো নেতাকর্মী মাঠে কাজ করবেন না। এ নির্বাচনেও তিনি পাশ করতে পারবেন না।
ফলে তার মনোনয়ন বাতিল করে সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা মহম্মদপুরের আউনাড়া মোড়ে একই দাবিতে মানববন্ধন করা হয়।
কাজী সলিমুল হক কামালের উপস্থিতিতে অবরোধ কর্মসূচিতে মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান আলম বাচ্চু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন টুকু এবং সদস্যসচিব মুন্সি অনিচুর রহমান মিল্টন বক্তব্য দেন।